1.

'রাজর্ষি' উপন্যাসের রচনাকাল হল1. ১৮৮৭ সাল 2. ১৮৯৭ সাল 3. ১৯১৩ সাল 4. উপরের কোনটিই নয়

Answer» Correct Answer - Option 1 : ১৮৮৭ সাল 

'রাজর্ষি' রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি ঐতিহাসিক উপন্যাস যা ১৮৮৭ সালে প্রকাশিত হয়। উপন্যাসটি মানবতার পক্ষে ও ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে রচিত এবং এটি রবীন্দ্রনাথের লেখা দ্বিতীয় উপন্যাস। উপন্যাসের পটভূমি হল ত্রিপুরার রাজপরিবারের ইতিহাস। পরবর্তীকালে এই উপন্যাসের প্রথমাংশ অবলম্বনে 'বিসর্জন' নাটকটি রচিত হয়।



Discussion

No Comment Found

Related InterviewSolutions