InterviewSolution
| 1. |
রবীন্দ্রনাথ ত্রিপুরার ইতিহাসের কাহিনী নিয়ে কোন্ ছোটগল্প লিখেছিলেন ?1. 'মুকুট'2. 'দেনা-পাওনা'3. 'সম্পত্তি সমর্পণ'4. 'রবিবার' |
|
Answer» Correct Answer - Option 1 : 'মুকুট' রবীন্দ্রনাথ ত্রিপুরার ইতিহাসের কাহিনী নিয়ে 'মুকুট' ছোটগল্পটি লিখেছিলেন। জ্ঞানদানন্দিনী দেবী সম্পাদিত' বালক' পত্রিকায় ১২৯২ বঙ্গাব্দের (১৮৮৫ সালে) বৈশাখ ও জ্যৈষ্ঠ পরপর দুটি সংখ্যায় প্রকাশিত হয় একটি গল্প 'মুকুট'। ত্রিপুরার প্রাচীন ইতিহাসভিত্তিক এই গল্পটির লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। কবির বয়স তখন চব্বিশ। লেখার আকর সংগ্রহের জন্য তিনি চিঠি লেখেন ত্রিপুরার মহারাজা বীরচন্দ্র মাণিক্যকে। শুরু হয় এক বন্ধুতা। ‘মুকুট’ শিশুশিক্ষার উপকরণ হিসেবে ‘মুকুট’ গল্পটির মূল্য অনেক। কবির নিজের ভাষায় : ‘জীবনচরিত বা ইতিহাস হইতে বেশ ছোটো ছোটো anecdote সংগ্রহ করিয়া দিলে ছেলেদের পড়াইবার বিশেষ সুবিধা হয়।’ রবীন্দ্রনাথের অনুমান অভ্রান্ত ছিল। গল্প হিসেবে 'মুকুট' জনপ্রিয় হয় এবং ১৯০৮ খ্রিস্টাব্দে কবি এর নাট্যরূপ দেন। |
|