1.

সাধারণত অপিনিহিতির বহুল ব্যবহার ঘটে1. বঙ্গালী উপভাষায়2. রাঢ়ী উপভাষায় 3. ঝাড়খণ্ডী উপভাষায়4. কামরূপী উপভাষায়

Answer» Correct Answer - Option 1 : বঙ্গালী উপভাষায়

সাধারণত অপিনিহিতির বহুল ব্যবহার ঘটে বঙ্গালী উপভাষায়।

বঙ্গালী উপভাষা অধুনা বাংলাদেশের প্রধান উপভাষা যা মূলত বাংলাদেশের ঢাকা, খুলনা, ফরিদপুর, যশোর, বরিশাল ও ভারতের ত্রিপুরা অঞ্চলে লক্ষ্য করা যায়।  

  • অপিনিহিতি-  পরের ‘ই’ কার আগে উচ্চারিত হলে তাকে অপিনিহিতি বলে। অর্থাৎ পরের ‘ই’ বা ‘উ’ স্বরধ্বনি যদি আগে উচ্চারিত হয় অথবা যুক্ত ব্যঞ্জনধ্বনির আগে ‘ই’ বা ‘উ’ স্বরধ্বনি উচ্চারিত হলে তাকেই অপিনিহিতি ঙ্গালী উপভাষার প্রধান বৈশিষ্ট হ’লো ক্রিয়াপদে অপিনিহিত উচ্চারণ বৈশিষ্ট্য বলা হয়। যেমন -  আজি > আইজ, কালি > কাইল, সাধু > সাউধ, আশু > আউস,
  • বঙ্গালী উপভাষার প্রধান বৈশিষ্ট্য হ’লো ক্রিয়াপদে অপিনিহিত উচ্চারণ বৈশিষ্ট্য। যেমন-  কোইর‌্যা, দেইখ্যা, রোইক্ষ্যা
  • বঙ্গালী উপভাষায় উ আগম অপিনিহিতি রূপে পুরোপুরি ব্যবহৃত। যেমন- যাউকগিয়া, মাউরা, কাউল্যা ইত্যাদি।


Discussion

No Comment Found

Related InterviewSolutions