Answer» Correct Answer - Option 3 : শিস্ ধ্বনি
'শ্', 'ষ্' এবং 'স্' - এই তিনটি ধ্বনিকে বলা হয় শিস্ ধ্বনি। - উষ্ম বা শিস ধ্বনি: যে ধ্বনি উচ্চারণের সময় শাসবায়ু সংকীর্ণ বায়ুপথে আংশিক বাধা পেয়ে শিস জাতীয় ধ্বনি তৈরি করে তাকে উষ্ম বা শিস ধ্বনি বলে। উষ্ম ধ্বনি চারটি — 'শ', 'ষ', 'স', 'হ'। বাতাসের ঘর্ষণের ফলে এই জাতীয় ধ্বনি উচ্চারিত হয় তাদের ঘর্ষণজাত ধ্বনিও বলে।
- তরল স্বরধ্বনি হল সেই সমস্ত ধ্বনি যা উচ্চারণের সময় বাতাস কোথাও কোনো স্পর্শ না করেই বেরিয়ে আসে। অন্তস্থ ব্ এবং অন্তস্থ য়্ সন্নিভ ধ্বনি।
- তাড়নজাত ধ্বনি: যে ধ্বনি উচ্চারণের সময় জিহ্বার সামনের অংশ উল্টে গিয়ে উপরের পাটি দাঁতের মূলের একটু উপরে বা মূর্ধায় টোকা দেওয়ার মতো একবার ছুঁয়ে যায় তাকে তাড়নজাত ধ্বনি বলে। ড়, ঢ় ।
- যে ধ্বনি উচ্চারণের সময় বাতাস জিহ্বার পেছনের দুপাশ থেকে বেরিয়ে আসে তাকে পার্শ্বিক ধ্বনি বলে। বাংলা পার্শ্বিক ধ্বনি মাত্র ১টি (ল)।
|