InterviewSolution
Saved Bookmarks
| 1. |
শিক্ষাকে আকর্ষণীয় করে তুলতে সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে1. পাঠ্যবই2. দৃশ্যশ্রাব্য-নির্ভর উপাদান3. শিক্ষক4. কর্মকেন্দ্রিক শিক্ষা লাভের উপযুক্ত সাজসরঞ্জাম |
|
Answer» Correct Answer - Option 3 : শিক্ষক শিক্ষক শিক্ষার্থীদের কাছে শিক্ষাকে আকর্ষণীয় করে তুলতে সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শিক্ষাদানের প্রকৃতির পাশাপাশি শিক্ষকের জ্ঞান, বোধ, মনন ও চিন্তা শিক্ষার্থীর বিকাশে সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। পাঠ্যপুস্তক, কর্মকেন্দ্রিক শিক্ষা লাভের উপযুক্ত সাজসরঞ্জাম ও বর্তমান শিক্ষাদানের অন্যতম দৃশ্যশ্রাব্য-নির্ভর মাধ্যম নিঃসন্দেহে শিক্ষার্থীর কাছে বিষয়বস্তুকে আরও প্রাঞ্জল করার জন্য গুরুত্বপূর্ণ কিন্তু উপযুক্ত শিক্ষক ব্যতীত এইসবই গৌণ। সুতরাং, শিক্ষার্থীর কাছে শিক্ষাকে আকর্ষণীয় করে তুলতে শিক্ষকই হলেন সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ।
|
|