1.

শিক্ষাকে আকর্ষণীয় করে তুলতে সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে1. পাঠ্যবই2. দৃশ্যশ্রাব্য-নির্ভর উপাদান3. শিক্ষক4. কর্মকেন্দ্রিক শিক্ষা লাভের উপযুক্ত সাজসরঞ্জাম

Answer» Correct Answer - Option 3 : শিক্ষক

শিক্ষক শিক্ষার্থীদের কাছে শিক্ষাকে আকর্ষণীয় করে তুলতে সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শিক্ষাদানের প্রকৃতির পাশাপাশি শিক্ষকের জ্ঞান, বোধ, মনন ও চিন্তা শিক্ষার্থীর বিকাশে সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। পাঠ্যপুস্তক, কর্মকেন্দ্রিক শিক্ষা লাভের উপযুক্ত সাজসরঞ্জাম ও বর্তমান শিক্ষাদানের অন্যতম দৃশ্যশ্রাব্য-নির্ভর মাধ্যম নিঃসন্দেহে শিক্ষার্থীর কাছে বিষয়বস্তুকে আরও প্রাঞ্জল করার জন্য গুরুত্বপূর্ণ কিন্তু উপযুক্ত শিক্ষক ব্যতীত এইসবই গৌণ। সুতরাং, শিক্ষার্থীর কাছে শিক্ষাকে আকর্ষণীয় করে তুলতে শিক্ষকই হলেন সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ।

 



Discussion

No Comment Found

Related InterviewSolutions